‌‘উপায়’-এ সবচেয়ে কম খরচে এটিএম ক্যাশ আউট ‌‘উপায়’-এ সবচেয়ে কম খরচে এটিএম ক্যাশ আউট – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

‌‘উপায়’-এ সবচেয়ে কম খরচে এটিএম ক্যাশ আউট

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ১২ মে, ২০২১
  • ২৮৪ পাঠক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মোবাইল ব্যাংকিং সাবসিডিয়ারি ‌‘উপায়’ দিয়ে প্রতি হাজারে মাত্র ৮ টাকা খরচে ক্যাশ আউট করা যাচ্ছে এটিএম বুথ হতে। সরকারি কর এবং ভ্যাটসহ মোবাইল ব্যাংকিং হতে এটিএমে এটিই হচ্ছে বাজারের সবচেয়ে কম রেট।

ইউসিবিএল-এর দেশব্যাপী ৫০০টিরও এটিএম বুথ হতে ‘উপায়’-এর গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে রক্ষিত টাকা ‌‘উপায় অ্যাপ’ ব্যবহার করে উত্তোলন করতে পারবেন।

‘উপায়’-এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হক খন্দকার বলেন, ‘যাত্রা শুরুর অল্প দিনের মধ্যেই উপায় নানা রকম প্রডাক্ট নিয়ে এসেছে, যার বেশিরভাগই বাজারের সবচেয়ে কম খরচে দিচ্ছি। এর মধ্যে এটিএম হতে টাকা উত্তোলনের খরচ অন্যতম।’

সাইদুল খন্দকার আরও বলেন, ‘এজেন্ট পয়েন্টেও উপায় দিচ্ছে সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা। ইউএসএসডি ব্যবহারকারীরা এজেন্ট পয়েন্ট হতে প্রতি হাজারে মাত্র ১৪ টাকায় ক্যাশ আউট করতে পারছেন।’

মার্চের ১৭ তারিখে যাত্রা শুরু করা ‌‘উপায়’-এর রয়েছে দেশব্যাপী এজেন্ট এবং মার্চেন্ট নেটওয়ার্ক। ‘উপায়’-এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মূল্য পরিশোধ, র‌্যামিটেন্স গ্রহণ, বেতন প্রদান, এয়ারটাইম ক্রয়, সরকারের বিভিন্ন ভাতা প্রদান, ইন্ডিয়ান ভিসা ফি, ট্রাফিক ফাইন এবং তিতাস গ্যাসের (প্রি-প্রেইড) বিল পেমেন্ট করতে পারছেন।

‘উপায়’ প্ল্যাটফর্ম ডিজাইনের ক্ষেত্রে গ্রাহক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। সর্বাধুনিক ব্লক চেইন প্রযুক্তিতে তৈরি ‌‘উপায়’ প্ল্যাটফর্ম এসব ধরনের নিরাপত্তা ঝুঁকি থেকে মুক্ত।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD