জামায়াতের চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ও সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ মে) ভোরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ছমদর পাড়া থেকে তাকে আটক করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারিতে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া ৩ মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।