ভারত সীমান্তে লাগোয়া প্রতিবেশী দেশ নেপালে এবার করোনা ভাইরাসে মৃত্যু বাড়তে শুরু করেছে। এতে করে দেশটির শশ্মানগুলোতে দাহ করার জন্য বাড়ছে লাশের সারি। নেপালে হঠাৎ করে করোনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দেশটির সংবাদমাধ্যমগুলো গতকাল শুক্রবার এসব তথ্য জানিয়েছে।
এদিকে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২০৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২১৪।
পর্বত ঘেরা প্রায় পৌনে ৩ কোটি জনসংখ্যার ছোট্ট দেশ নেপালে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৬৫৮। মারা গেছে ৪ হাজার ৬৬৯ জন।
নেপাল আর্মি জানিয়েছে, শুধুমাত্র কাঠমান্ডুতেই গত কয়েক দিন ধরে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। সংক্রমণ ততটা না বাড়লেও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
এদিকে কাঠমান্ডুর পশুপতি শশ্মানের প্রধান সমন্বয়ক সুবাস কারকি জানিয়েছেন, এই শশ্মানে এর আগে কখনোই এতো মৃতদেহ একসঙ্গে দেখা যায়নি। শশ্মানের কর্মীদের এখন রাত-দিন কাজ করতে হচ্ছে। প্রতিদিন গড়ে ১০০ থেকে ১১০টি মৃতদেহ এই শশ্মানে দাহ করা হচ্ছে।
শশ্মানের বৈদ্যুতিক চিতায় এতো লাশ দাহ করতে না পারায় কর্তৃপক্ষ বাগমতি নদীর তীরে নতুন চিতা তৈরি করেছে। এছাড়া বৈদ্যুতিক চিতার বাইরের আঙ্গিনায় কাঠ দিয়ে দাহ করার জন্য ৩৫টি নতুন চিতা স্থাপন করা হয়েছে।
মৃতদেহ বাড়তে থাকলে শশ্মানে দাহ করার জন্য খুব দ্রুতই কাঠের সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন সুবাস কারকি।