আগেই হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার ফয়সালা। তিন ম্যাচ হাতে রেখেই এক মৌসুম পর নিজেদের শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। তবে পয়েন্ট টেবিলের বাকিদের মধ্যে চলছে শীর্ষ চারে থাকার লড়াই আর ম্যান সিটির দৃষ্টি এখন চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দিকে।
যার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে প্রিমিয়ার লিগের খেলায়। মঙ্গলবার রাতে তুলনামূলক দুর্বল ব্রাইটনীর কাছে ২-৩ ব্যবধানে হেরে গেছে ম্যান সিটি। জয় পায়নি টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে লেস্টার সিটিকে হারিয়ে তিনে উঠে এসেছে চেলসি।
ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে তারকা খেলোয়াড়দের কয়েকজনকে বিশ্রাম দেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচের দশম মিনিটে লাল কার্ড দেখেন হোয়াও ক্যানসেলো। তবু ইল্কায় গুন্ডোগান এবং ফিল ফোডেনের গোলে ২-০ ব্যবধানে লিড নেয় ম্যান সিটি।
এরপরই দৃশ্যপট বদলে দেয় ব্রাইটন। দ্বিতীয় গোল হজমের দুই মিনিট পর লেয়ান্দ্রো তোসার্দের গোলে ব্যবধান কমায় তারা। টিম ওয়েবস্টারের মাধ্যমে সমতাসূচক গোলটি আসে ৭২ মিনিটের মাথায়। আর সবশেষ ৭৬ মিনিটে গোল করে দলকে অসাধারণ এক জয় এনে দেন ড্যান বার্ন।
দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল লেস্টার সিটি ও চেলসি। দুই দলই লড়ছে শীর্ষে চারে থাকার জন্য। লেস্টারকে ২-১ গোলে হারিয়ে সে দৌড়ে খানিক এগিয়ে গেল চেলসি। তাদের হয়ে গোল দুইটি করেছেন রুডিগার ও জর্জিনহো। লেস্টারের হয়ে একটি ফেরত দিয়েছেন ইহেআনাচো।
এদিকে অবনমন নিশ্চিত হয়ে যাওয়া ফুলহ্যামকে ঘরের মাঠেও হারাতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড। এডিনসন কাভানির গোলে প্রথম লিড নিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার ১৪ মিনিট বাকি থাকতে জো ব্রায়ানের গোলে ড্র নিয়ে বাড়ি ফেরে ফুলহাম।
লিগের ৩৭ ম্যাচ শেষে শীর্ষে থাকা ম্যান সিটির সংগ্রহ ৮৩ পয়েন্ট, ম্যান ইউর ঝুলিতে রয়েছে ৭৩ পয়েন্ট। এ দুই দলই থাকছে শীর্ষ দুই স্থানে। তিনে উঠে আসা চেলসির পয়েন্ট ৬৭, সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারে লেস্টার। পাঁচ নম্বরে থাকা লিভারপুলের সংগ্রহ ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট।