ঢাকার দোহারের এক গৃহবধূর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাইফুল ইসলাম নামের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফুল ফরিদপুর জেলার পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ফরিদপুর থেকে পুলিশ সদস্য সাইফুল’কে গ্রেফতার করা হয়। সাইফুল দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
গত বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে সাইফুলকে একমাত্র আসামি করে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
দোহার থানার ওসি মোস্তফা কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী গৃহবধূ প্রথমে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের ফেইসবুক পেইজে বিষয়টি জানান। সেখান থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়। মামলার পর কর্তৃপক্ষের নির্দেশে নিয়ম নীতি মেনে ফরিদপুর থেকে সাইফুলকে গ্রেফতার করে থানা হেফাজতে আনা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।