ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরাইলী নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ক্বাদেরীয়া ইসহাকীয়া ফাউন্ডেশন ও সাধারণ মুসল্লিরা৷
শুক্রবার (২১ মে) দুপুরে জুমা নামাজের পর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে বাংলার মুসলিমরা প্রয়োজনে জিহাদ ঘোষণা করবো। মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনুমতি দেন বাংলার মুসলিমরা প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে ইসরাইলে বিরুদ্ধে যুদ্ধ করবো। ফিলিস্তিন তথা আল-আকসায় হামলা মানে সমগ্র বিশ্ব মুসলিমের ওপর হামলা। এ সময় তারা ইসরায়েলের এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।