বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন।
শুক্রবার (২১ মে) মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে কারাবন্দি সাংবাদিক রোজিনা ইস্যুতে এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, রোজিনা ইসলামের বিষয়টি এখণ একটি আইনি বিষয়। এটা আইনিভাবেই মীমাংসা করা হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ। সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন। আমরা চাই না কারও সঙ্গে অন্যায় হোক।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। গুটিকয়েক লোকের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেছিলেন আব্দুল মোমেন।