হেফাজত ইসলাম বাংলাদেশের সম্প্রতি বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায়ও জড়িত ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (২১ মে) দিনগত রাতে রাজধানীর বারিধারা এলাকায় চালানো এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ডিবি’র গুলশান জোনের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ও সম্প্রতি নারায়ণগঞ্জে সহিংসতার সঙ্গে কাসেমীর জড়িত থাকার প্রমাণ আছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ মে) তাকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে।
মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম।