অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নারীসহ আটক ১৩ অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নারীসহ আটক ১৩ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নারীসহ আটক ১৩

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৩৯ পাঠক

জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় দুটি বাড়ীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মে) সন্ধ্যায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

আটককৃতরা হলেন- শহরের নতুনহাট শেখপাড়া মহল্লার খোকন মিয়ার স্ত্রী হনুফা খাতুন (৩৫), মৃত আবু তাহেরের স্ত্রী মালেকা খাতুন (৪৮), মন্টু মিয়ার ছেলে আসলাম হোসেন (৩২), সুখনগর মহল্লার আব্দুর রশীদের মেয়ে টুম্পা খাতুন (২২), নওগাঁর বদলগাছী উপজেলার গোয়াল ভিটা গ্রামে মৃত আজিজুল হকের ছেলে আবু মুসা (২০), আদাইপুর গ্রামের কমলের স্ত্রী রীতা রানী (৩৮), আক্কেলপুর উপজেলার শান্তনগর মহল্লার আব্দুল মালেকের স্ত্রী বৈশাখী খাতুন (২২), বাবু আক্তারের স্ত্রী শিল্পী খাতুন (২৬), কালাইয়ের নান্দাইল গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে আব্রাহিম (৪৫), তোফাজ্জল হোসেনের ছেলে মামুন (৩৫), শেখপাড়া মহল্লার শাহাজানের স্ত্রী রোজি (৩০), ক্ষেতলাল উপজেলার কুসুমপুর গ্রামের মোকলেছের মেয়ে মোমেনা খাতুন ( ৩২), কালাই উপজেলার উদয়পুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী  রোজিনা (২৬)।

ওসি আলমগীর জাহান জানান, আটককৃত রোজি ও  মালেকা তাদের নিজ বাড়িতে জেলার এবং জেলার বাহীর থেকে সুন্দরী নারীদের নিয়ে এসে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকের ব্যবসা    চালিয়ে আসছিলেন। এমন খবরের  ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD