কুমিল্লার দেবিদ্বারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সোহেল রানা নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান রাত ১২টার দিকে এ ঘটনার খবর পান বলে জানান।
সোহেল রানার বাড়ি দেবিদ্বার উপজেলার পশ্চিম আসাদনগর গ্রামে। তিনি উপজেলার ১২ নম্বর ভানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি।
পুলিশ জানায়, সোহেল ঢাকায় চাকরি করতেন। শনিবার রাতে তিনি মোটরসাইকেলে কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পিকআপটি ওই এলাকা থেকে পালিয়ে যায়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে সোহেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।