সোমবার থেকে চলবে ২৮ জোড়া ট্রেন সোমবার থেকে চলবে ২৮ জোড়া ট্রেন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সোমবার থেকে চলবে ২৮ জোড়া ট্রেন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৮৫ পাঠক

করোনাভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে । এজন্য সোমবার (২৪ মে) থেকে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন চলবে সারাদেশে। অর্ধেক আসন ফাঁকা রেখে সব টিকিট অনলাইনে দেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে কোন কোন রুটে চলবে তা ঠিক করতে রেল ভবনে একটি বৈঠক চলছে। এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার বলেন, আমরা রেল ভবনে সভায় বসেছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

এর আগে গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে ২৪ মার্চ সরকার অফিস-আদালত বন্ধের ঘোষণা দেয়। এরপর ২৬ মার্চ থেকে সড়ক ও রেল যোগাযোগও বন্ধের সিদ্ধান্ত হয়।

করোনা কিছুটা স্বাভাবিক হওয়ায় ৩১ মে আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরে ৩ জুন আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। এরপর ধাপে ধাপে সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়।

পরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ৩ এপ্রিল সরকারি বিধিনিষেধের কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও বন্ধ ঘোষণা করে সরকার।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD