হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছেন সোনু হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছেন সোনু – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছেন সোনু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ২৪ মে, ২০২১
  • ২০৭ পাঠক

করোনা মোকাবিলায় একের পর এক উদ্যোগ নিয়ে এবং সহযোগিতা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বলিউড তারকা সোনু সুদ। গত বছর থেকেই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তিনি। করোনা আক্রান্ত হয়েছিলেন নিজেও।

এবার সোনু সুদ একসঙ্গ দুইটি সরকারি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাতে যাচ্ছেন। অন্ধ্রপ্রদেশের কুর্নুলের সরকারি ও জেলা হাসপাতালে বসছে সোনু সুদের কিনে দেওয়া অক্সিজেন প্ল্যান্ট দুইটি।

এখানেই শেষ নয়, পরবর্তীতে অন্যান্য রাজ্যের গ্রামীণ এলাকাতে আরও প্লান্ট বসানোর ইচ্ছা রয়েছে বলেও জানান এই অভিনেতা।

টুইটারে সোনু সুদ লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, অন্ধ্রপ্রদেশের কুর্নুল সরকারি ও জেলা হাসপাতালে দু’টি অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে। জুনেই প্ল্যান্ট বসানোর কাজ হয়ে যাবে। এরপর যে সমস্ত রাজ্যে প্রয়োজন, সেখানেও প্ল্যান্ট বসাব। গ্রামগুলির পাশে দাঁড়ানোর সময় এসেছে।

গত বছর ভারতে লকডাউনের সময় থেকেই নিজেকে মানব সেবায় নিয়োজিত করেছেন সোনু সুদ। পরিযায়ীদের ঘরে ফেরানো থেকে শুরু করে অসহায় পরিবারে চিকিৎসার ব্যবস্থা করা, খাবার সরবরাহসহ বহু কাজ করেছেন তিনি। একক উদ্যোগে এবং নিজের খরচেই এসব করছেন তিনি।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD