করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময়ে ভাইরাসটিতে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ৬৭৫ জন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেশে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৪০ মৃত্যু নিয়ে দেশে মোট ১২ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে। গত একদিনে আরও ১ হাজার ২৭৯ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬২৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশ দশমিক ০৮ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯টি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।
এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।