মহামারি নভেল করোনা ভাইরাসের ছোবলে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন।
রবিবার (২৩ মে) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, ভারতে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জন।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে।
এমন পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি ঘোষণা করতে রাজ্য সরকারগুলোকে চিঠি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।