বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছোট ভাই সৈয়দ জাকির হোসেন জেলাল মারা গেছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সে মঙ্গলবার (২৫ মে) রাত ১১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহি রাজিউন)।
রাতেই মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশ্য রওনা করেছেনন পরিবারের সদস্যসহ মোয়াজ্জেম হোসেন আলাল। মৃত্যু কালে স্ত্রী ও এক পুত্র সন্তানসহ আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।
তিনি বরিশাল সিটি করপোরেশনের ১৫নংওয়ার্ড এর চার বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর। কিন্তু গত সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা তার মনোনয়ন জমা দিতে দেয়নি।