হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের অর্থমন্ত্রী ও উগ্রপস্থি লিকুদ পার্টির সিনিয়র সদস্য কাৎজ এই হুমকি দেয়।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয়ের পর গাজা উপত্যাকার রাস্তায় নেমে সিনওয়ার বিজয় মিছিলে অংশ নেয়ার পর ইসরায়েলি মন্ত্রী এই হুমকি দিলেন।
কাৎজ ধৃষ্ঠতাপূর্ণ ভাষায় বলেন, যদি দুপক্ষের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সামান্যতম লঙ্ঘন হয়, তাহলে ইয়াহিয়া সিনওয়ারের মাথা চাইবে ইসরায়েল।
তিনি বলেন, হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে তাতে সিনওয়ারকে ইসরায়েলি হত্যা থেকে দায়মুক্তি দেয়া হয়নি। তিনি ইসরায়েলি সেনা হাদার গোল্ডিন ও অরন শাউলের মরদেহ ফেরত দেয়া এবং আটক সেনা অ্যাভেরা মেনগিস্তু ও হিশাম এ সাঈদের মুক্তি দাবি করেন। ইসরায়েলের এসব সেনাকে হামাস আটকে রেখেছে।