‘আব্বুকে একটু ছুঁতে পারলাম না’ ‘আব্বুকে একটু ছুঁতে পারলাম না’ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

‘আব্বুকে একটু ছুঁতে পারলাম না’

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৩৭ পাঠক

গত ২৪ মে না-ফেরার দেশে চলে গেছেন লাক্স তারকা অভিনেত্রী সৈয়দা তাজ্জির বাবা। অস্ট্রেলিয়াপ্রবাসী এই অভিনেত্রী বাবাকে শেষবারের মতো কাছে থেকে দেখতে পারেননি। জানাতে পারেননি চিরবিদায়। এ নিয়ে তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

শৈশবের স্মৃতি হাতড়ে সৈয়দা তাজ্জি লিখেছেন, ‘প্রচন্ড বৃষ্টি, দুইটা বেণি করা ছোট্ট আমি জ্বর নিয়ে পরীক্ষা দিচ্ছি। আব্বু স্কুলের বারান্দায় চুপচুপ ভেজা শার্ট পরে দাঁড়িয়ে আমাকে দেখছে, আর ইশারায় বলছে- কোনো ভয় নাই, আমি দাঁড়িয়ে আছি এইখানেই! একটু অসুখ হলে সারারাত আমার মাথার কাছে বসে থাকতো আব্বু।’

ভিডিও কলে বাবার মরদেহ দেখেছেন সৈয়দা তাজ্জি। ‘কেউ কি বুঝতে পারবে কতটা কষ্ট লাগতে পারে এই মানুষটার নিথর দেহ দূর থেকে চলে যেতে দেখলাম একটা স্মার্টফোনের ছোট্ট স্ক্রিনে? কাফনের কাপড় খুলে তার সেই পরিচিত মুখটা শেষবারের মতো দেখলাম মোবাইলের ছোট্ট স্ক্রিনটাতে! যে গলিটা দিয়ে আব্বুকে নিয়ে চলে গেল, ছোটবেলায় সেখানে দাঁড়িয়ে থাকতাম আব্বু অফিস থেকে আজকে কী নিয়ে আসবে তা দেখার জন্য।’

বাবাকে শেষবার ছুঁয়ে না দেখার বেদনা তাজ্জিকে পোড়াচ্ছে। তিনি লিখেছেন, ‘আব্বুকে একটু ছুতে পারলাম না! মনে হচ্ছিল আমাকে বলছিল, ‘তাজু, তুই আসতে পারলি না? ভয় নাই, আমি অপেক্ষা করে আছি!’ আব্বু, শেষবার একটু হাতটা ধরতে পারতাম! ছুতে পারতাম! দুর্ভাগা আমি! অনেক কষ্ট হচ্ছে আব্বুৃ।’

সৈয়দা তাজ্জি ২০০৮ সালে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন। এরপর অভিনয় করেন নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনে। এখন স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বাস করছেন। সিডনীতে সংসারী হলেও সাংস্কৃতিক অঙ্গনে তাজ্জির সরব উপস্থিতি রয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD