এক ম্যাচ হাতে রেখে সিরিজটা ঘরে তুললেও শেষ ম্যাচ টস ভাগ্যে হেরে গেল বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কা টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে। আগের দুই ম্যাচে টসে জিতে ব্যাট করেছিল বাংলাদেশ।
শুক্রবার (২৮ মে) দুপর ১টায় মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে।
এর আগে গত ২৫ মে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের শীর্ষস্থানটি দখলে নেয় বাংলাদেশ। ২৩ মে সিরিজের প্রথম ম্যাচ জিতে চতুর্থ স্থানে উঠে এসেছিল লাল-সবুজের জার্সিধারীরা। এবার শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ তাদের সামনে।
শেষ ম্যাচে বাংলাদেশ দলের একাদশে দুই পরিবর্তন আনা হয়েছে। অপেনার লিটন দাসের জায়গায় নাঈম শেখ ও আগের ম্যাচে চোট পাওয়া সাইফুদ্দিনের জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।