দেশে ফাইজারের টিকা আসছে রবিবার দেশে ফাইজারের টিকা আসছে রবিবার – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

দেশে ফাইজারের টিকা আসছে রবিবার

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ১৪৮ পাঠক

যুক্তরাষ্ট্রের ওষুদ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আগামী রবিবার (৩০ মে) বাংলাদেশে পৌঁছুবে।

ফাইজারের এ টিকা আসার কথা ছিল আগামী ২ জুন। কিন্তু তার দুদিন আগেই টিকা দেশে আসছে বলে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রবিবার দুপুরে কাতার এয়ারওয়েজের একটি বিমানে এসব টিকা আসার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

এর আগে ফাইজারের টিকা বাংলাদেশে প্রয়োগের অনুমতি দেয়া হয়। ফাইজারের এ টিকা বাংলাদেশ পাচ্ছে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে।

দেশে করোনা ভাইরাসের টিকা সংকটকের মধ্যেই গেল ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ টিকা আগামী ২ জুন দেশে আসবে।

এখন পর্যন্ত ফাইজারসহ করোনা ভাইরাসের ৪টি টিকার প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।

গেল বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এ টিকা প্রয়োগ করা হচ্ছে।

গেল বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের জরুরি ব্যবহার্য টিকার তালিকায় ফাইজারের টিকা অনুর্ভুক্ত করে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড বা সিনোফার্মের তৈরি টিকার মতোই ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকাও দুই ডোজ করে নিতে হবে। প্রথম ডোজ নেয়ার ৩ থেকে ৪ সপ্তাহ পর নিতে হবে দ্বিতীয় ডোজ। ১২ বছর বা তার বেশি বয়সীদের ওপর ফাইজারের টিকা প্রয়োগ করা যাবে।

চূড়ান্ত ধাপের ট্রায়ালে এ টিকা ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি উৎপাদকদের।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD