দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। এখন থেকে বোতলজাত এ ভোজ্যতেল কিনতে গুনতে হবে ১৫৩ টাকা, যা এত দিন ১৪৪ টাকা ছিল। অর্থ্যাৎ প্রতিলিটার সয়াবিন তেলের দাম এক সঙ্গে বেড়েছে ৯ টাকা। এর আগে আমদানি মূল্য ধরে দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে।
বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।
নতুন দাম অনুযায়ী বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭২৮ টাকা নির্ধারণ হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১২৯ টাকা এবং খোলা পাম সুপারের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দফায় পাম তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে। এ দরে আগামী শনিবার থেকে তেল বিক্রি হবে।
বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, দেশের বাজারে গত অক্টোবরেও প্রতি ৫ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ছিল ৫০৫ টাকা। এরপর থেকে তা বাড়ছেই। নুতন দাম ৭২৮ টাকা। অর্থাৎ প্রতি ৫ লিটারের এক বোতল সয়াবিন তেলে মানুষের ব্যয় বাড়বে ২২৩ টাকা।