বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

চীনা টিকার প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার

সবুজবাংলা টিভি / ২২৫ পাঠক
প্রকাশ শুক্রবার, ২৮ মে, ২০২১

প্রতি ডোজ ১০ ডলারে চীন থেকে করোনার টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ দামে মোট দেড় কোটি ডোজ টিকা কেনা হবে।

বৃহস্পতিবার (২৭ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এসময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান, জুন, জুলাই ও আগস্টের প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন আসবে।

তিনি জানান, দেড় কোটি ডোজ টিকার মোট দাম পড়বে ১৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। প্রতিটি ডোজের দাম পড়বে ১০ ডলার।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (ডিএমএসডি) জন্য ৫৪ কোটি টাকায় ৯টি প্রতিষ্ঠান থেকে ৬ লাখ আরপি-পিসিআর টেস্ট কিট কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় এক হাজার ১৫৪ জন জনবল নিয়োগ প্রদান এবং ১৩৩ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪১৬ টাকায় জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএফপিএ-এর কাছ থেকে ৪৮টি যানবাহন (আউটসোর্সিং) কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর