বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ভিপি একে এম, মূসা, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, উপজেলা বিএনপির নেতা কবির হোসেন, আইয়ূবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়া, আইয়ূবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, রশিদ মেম্বার,আইয়ূবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম টুক্কু, জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু হানিফ, আইয়ূবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান, পৌর বিএনপি নেতা সালে মূসা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ আকাশ, মানিকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, স্বেচ্ছাসেবকদল নেতা আউলাদ হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন সরকার, বাঞ্ছারামপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।