বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে সব আদালত খুলে দেওয়ার দাবি মাহবুবের

সবুজবাংলা টিভি / ২৪১ পাঠক
প্রকাশ রবিবার, ৩০ মে, ২০২১

স্বাস্থ্যবিধি  মেনে সব আদালত খুলে দেওয়ার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শনিবার দুপুরে বসুন্ধরার বাসায় সংবাদ  সমমেলনে তিনি এ দাবি জানিয়ে তিনি বলেন, করোনার কারণে দীর্ঘদিন আদালত বন্ধ থাকায় মামলার জট তৈরি  হয়েছে। এর ফলে বিচার  থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।

সিনিয়র এই আইনজীবী আরও বলেন, দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে বিচার ব‍্যাবস্থার ওপরে আস্থা হারাবে এবং  দেশে অরাজক অবস্থা তৈরি  হবে। জট হয়ে থাকা মামলা নিম্পত্তির জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনেরও পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়া, জরুরিভিত্তিতে আইনজীবীদের ভ্যাকসিনের আওতায় আনার পরামর্শও দিয়েছেন তিনি।

এদিকে, বিচার বিভাগ এখনো প্রশাসনিক ক্ষমতার আওতায় আছে মন্তব্য করে তিনি এই বিভাগের স্বাধীন করে দেওয়ার আহ্বান জানান।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর