সিলেটে বার বার ভূমিকম্পের কারণ জানতে বিশ্লেষকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে সরকার। আগামী (১ জুন) জুম প্লাটফর্মে এ সভাটি অনুষ্ঠিত হবে।
রোববার (৩০ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো. সেলিম হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১ জুন) বেলা তিনটায় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সভায় সভাপতিত্ব করবেন। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তীতে করণীয় নির্ধারণে সভায় আলোচনা করা হবে। জুম প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হবে ।
প্রসঙ্গত, সিলেটে গত দুইদিনে মোট ছয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে শনিবার ১০টা ৩৬ মিনিটে অনূভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে তিন। এরপর সকাল ১০টা ৫১ মিনিটে ৪ দশমিক ১ মাত্রা, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ ও দুপুর ১টা ৫৮ মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। সবশেষ রোববার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে ভূমিকম্পে ফের কেঁপে ওঠে সিলেট।
এদিকে ভূমিকম্পের ডেঞ্জার জোন সিলেটে ২৪টি সরকারি-বেসরকারি ভবন ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। মানুষের নিরাপত্তায় আগামী ১০দিন ভবনগুলো বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে।