‘মুখোশ’ উন্মোচিত হবে ঈদে ‘মুখোশ’ উন্মোচিত হবে ঈদে – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

‘মুখোশ’ উন্মোচিত হবে ঈদে

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৫৬ পাঠক

শেষ হয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘মুখোশ’ সিনেমার চিত্রায়ণ। শেষ লটের চিত্রায়ণ হয়েছে ২৫ থেকে ২৯ মে। এ সিনেমায় ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। ‘শায়ান’ চরিত্রে দেখা যাবে রোশানকে। তাদের সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম।

সিনেমার শুটিং শেষ হওয়ার বিষয়টি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন পরিচালক ইফতেখার শুভ। তিনি লেখেন, ‘শেষ করলাম মুখোশের শেষ লটের শেষ দিনের শুটিং। করোনাকালে শুটিং শেষ করা কঠিন ছিল। কিন্তু শিল্পী-কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় আমার প্রথম সিনেমার কাজ সুন্দরভাবে শেষ করা সহজ হয়েছে।’

পরিচালক জানান, সাভার থেকে শুরু হয়েছিল ‘মুখোশ’ সিনেমার কাজ। এরপর সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলার বিভিন্ন লোকেশন সিনেমাটির চিত্রায়ণ হয়েছে। দ্রুত পোস্ট প্রডাকশন শেষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে।

কবে নাগাদ মুক্তি পেতে পারে ‘মুখোশ’? জানতে চাইলে ইফতেখার শুভ বলেন, ‘এক বছরে অনেকগুলো সিনেমা আটকে আছে করোনার কারণে। করোনা পরিস্থিতি বুঝেই মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। আপাতত ঈদকে সামনে রেখে পোস্ট প্রডাকশনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে।’

‘মুখোশ’ সিনেমার ক্যামেরার সামনে এবং পেছনের সকল শিল্পী ও টেকনিশিয়ানদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন পরিচালক শুভ। তিনি বলেন, ‘যেখান থেকে শুরু করেছি সেখানেই শেষ হয়েছে। দিনটি আবেগের ছিল আমার জন্য। প্রথম সিনেমা, অনুভূতি অন্যরকম ছিল। সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না।’

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD