রাজধানীর মহাখালী এলাকা থেকে হাত-পা ও মাথাবিহীন বস্তাবন্দী একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরনে কোনো কাপড়ও ছিল না। পুলিশ ওই মৃতের শরীরের বাকি অংশ উদ্ধার করতে পারেনি।
রোববার (৩০ মে) দিবাগত রাতে বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজারের মসজিদ গলিতে একটি ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহটি পুরুষের। মরদেহের দুই হাত, দুই পা ও মাথা ছিল না। পরনে কোনো কাপড়ও ছিল না। দুই হাত, দুই পা ও মাথার কাটা অংশ এখনও উদ্ধার করা যায়নি। মাথার অংশ ও হাত-পা উদ্ধার করা গেলে তার নাম-পরিচয় পাওয়া যেতে পারে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, মহাখালী আমতলা সড়কের পাশের একটি নীল রঙের ড্রামের ভিতরে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দুই হাত, দুই পা ও মাথা বিচ্ছিন্ন ছিল। নিহতের বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫বছর।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুস্কৃতিকারীরা তাকে হত্যা করে বস্তাবন্দি করে ড্রামের ভিতরে ভরে লাশ গুমের উদ্দেশে এখানে ফেলে রাখে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।