আগামী বৃহস্পতিবার (৩ জুন) থেকে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (৩১ মে) বাংলাদেশ বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, বিস্তারিত তথ্য ও টিকেট সংগ্রহের জন্য বিমানের যেকোনো সেলস অফিস, ওয়েবসাইট (www.biman-airlines.com), কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এদিকে, করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার প্রায় দুই মাস পরে আবারও ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট শুরু হচ্ছে। মঙ্গলবার থেকে এ রুটে দিনে সর্বোচ্চ দুটি করে ফ্লাইট চালাতে এয়ারলাইন্সগুলোকে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।