মানবাধিকার ইস্যুতে সৌদি আরবে ক্লাউড ব্যবসা চালুর পরিকল্পনা থেকে সরে আসতে গুগলের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নেতৃত্বাধীন ৩৮টি মানবাধিকার গ্রুপ ও ব্যক্তি।
মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির দেশটির মানবাধিকার রেকর্ড বিবেচনায় সেখানে ক্লাউড সেবা সরবরাহ নিয়ে পুনরায় ভেবে দেখার আহ্বান জানান তারা।
ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশুগুজিকে তুরস্কের সৌদি দূতাবাসে হত্যাসহ রিয়াদ কর্তৃক বেশ কয়েকটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ করে অবিলম্বে ক্লাউড কার্যক্রম বন্ধ করতে বলেন। খবর দ্য ভার্জ।