আর্জেন্টিনা থেকে ব্রাজিলে কোপা আমেরিকা আর্জেন্টিনা থেকে ব্রাজিলে কোপা আমেরিকা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে কোপা আমেরিকা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৪১ পাঠক

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়ায় গত বছরের টুর্নামেন্টটি পিছিয়ে এ বছরের জুনে নিয়ে আসা হয়। কিন্তু ২০ মে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আয়োজক থেকে বাদ দেওয়া হয়। তখন আর্জেন্টিনায় পুরো টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আলোচনা চলছিল।

কিন্তু আর্জেন্টিনায় করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় ঘোষণা করা হয়, আর্জেন্টিনায়ও টুর্নামেন্টটি হচ্ছে না। ফলে শঙ্কায় পড়ে গিয়েছিল লাতিন অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকা নির্ধারিত সময়ে মাঠে গড়ানোর বিষয়টি। তবে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। যদিও ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল সোমবার কোপা আমেরিকার স্বাগতিক হিসেবে ব্রাজিলের নাম জানায়।

টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে কনমেবল, ‘কনমেবল কোপা আমেরিকা ২০২১ অনুষ্ঠিত হবে ব্রাজিলে।’ আগের সূচি অনুযায়ী ১৩ জুন শুরু হয়ে ১০ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এর আগে সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা আয়োজন করেছিল পাঁচবারের বিশ্বকাপজয়ী দেশটি।

করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আর্জেন্টিনা থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়েছে কনমেবল। নতুন ভেন্যু হিসেবে ব্রাজিলকে বেছে নিয়েছে তারা।

মজার ব্যাপার, করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে দুইয়ে আছে ব্রাজিল। এখন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন দেশটিতে।

গতকালও ৪৩ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ৯৫০ জন। ওদিকে আর্জেন্টিনায় গতকাল ৩৪৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৪৬ জন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD