চাঙ্গা পুঁজিবাজার, ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চাঙ্গা পুঁজিবাজার, ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

চাঙ্গা পুঁজিবাজার, ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২২৬ পাঠক

দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ জুন) লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি টাকা। এ সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

আজ দিনের শুরুতেই ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৩০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২১০ পয়েন্টে। এসময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৪৮৩ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০০টির। কমেছে ৯১টির। অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দর।

একইদিন দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তৃতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০২টির। কমছে ৫৫টির। আর দর অপরিবর্তিত আছে ২৮টি কোম্পানির শেয়ারের দর।

একই সময়ে সিএসইতে মোট ১২ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৮৯৫ টাকা লেনদেন হয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD