পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। বাগদান সেরেছেন চাচাতো বোনের সাথে। তবে বিয়েটা এখনই করছেন না বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছরই বিয়ে করতে চলেছেন বাবর। উপযুক্ত পাত্রী খুঁজে পেতে অবশ্য বেশি অসুবিধা হয়নি। তিনি বিয়ে করতে চলেছেন নিজের চাচার মেয়েকেই। উভয় পরিবারই এই বিয়েতে সম্মত হয়েছে বলে খবর।
কিছুদিন আগে বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতন ও বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক পাকিস্তানি তরুণী। তিনি সংবাদ সম্মেলন গর্ভবতী হয়ে পড়েছেন বলেও দাবি জানিয়েছিলেন। পরে ওই নারীকে মেরে ফেলারও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে বাবরের বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের কোনোটারই সত্যতা মেলেনি।