দেশে ঝড়-বৃষ্টির সম বজ্রপাতে আহত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত) বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রতিমাসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানায়।
তিনি বলেন, বজ্রপাতে এমন অকাল মৃত্যু মোটেই কাম্য নয়। এজন্য ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।
ডা. নাজমুল ইসলাম বলেন, ঝড় ও বৃষ্টির সময় কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। বিদ্যুৎ সরবরাহ খুঁটির কাছাকাছি না থাকা, ঘরে টেলিভিশনসহ অন্যান্য বৈদ্যুতিক সংযোগ খুলে রাখা, গাছের নিচে আশ্রয় গ্রহণ না করাসহ সতর্কতা মেনে চললে বজ্রপাতে অকাল মৃত্যু হয়।