বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (০২ জুন) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
শাহ আব্দুল হান্নানের ভাই শাহ আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গত ৮ মে থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিভিন্ন মেয়াদে রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি লেখক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্বও ছিলেন শাহ আব্দুল হান্নান। তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান ছিলেন।