বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। শুক্রবার (৪ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় সান্তিয়াগো দেল এস্তেরোতে আলবিসেলেস্তেরা চিলিকে স্বাগত জানাবে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার একদিন আগেই একাদশ চূড়ান্ত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
বাছাই পর্বের আগের ৪ ম্যাচেই একাদশে থাকা রিভার প্লেট গোলকিপার ফ্রাঙ্কো আরমানি এবার বাদ পড়েছেন। তার ক্লাব সতীর্থ রাইট ব্যাক গঞ্জালো মন্টিয়েলও একাদশ থেকে ছিটকে গেছেন। কারণ তারা দুজনেরই করোনা ভাইরাস পজিটিভ।
স্কালোনি বলেন, ‘আমরা খুবই দুঃখিত যে তারা দলের সঙ্গে আসতে পারছে না। তবে শেষ পর্যন্ত আমরা তাদের জন্য অপেক্ষা করবো।’
নিয়মিত গোলরক্ষক আরমানি ছিটকে যাওয়ায় চিলির বিপক্ষে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পড়বে অ্যাস্টন ভিলায় দারুণ এক মৌসুম কাটানো এমিলিয়ানো মার্তিনেসের কাঁধে। আর মন্টিয়েলের জায়গায় ডাক পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। এই রাইট ব্যাক জুভেন্টাস থেকে ধারে আটালান্টায় খেলে গেল সিরি আ’য় মৌসুম সেরা ডিফেন্ডার হয়েছেন।
এছাড়া টটেনহাম হটস্পার ডিফেন্ডার হুয়ান ফয়েথ রক্ষণে রোমেরো, লুকাস মার্তিনেস কুয়ার্তা ও নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গী হবেন।
আর্জেন্টিনা একাদশ: মার্তিনেস, ফয়েথ, রোমেরো, মার্তিনেস কুয়ার্তা, তাগলিয়াফিকো, পারেদেস, ওকাম্পোস, দে পল, মেসি, দি মারিয়া, লাউতারো মার্তিনেস।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে শতভাগ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। দুই ম্যাচে হারা চিলি এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।