সালমান খান অভিনীত বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্রাঞ্চাইজি ‘টাইগার’। সম্প্রতি এই ফ্রাঞ্চাইজির পরবর্তী সিনেমা অর্থাৎ ‘টাইগার থ্রি’র সেট ভেঙে ফেলা হয়েছে।
করোনা মহামারির কারণে বলিউডে সিনেমার শুটিং বন্ধ রয়েছে। নতুন করে কবে নাগাদ শুটিং শুরু হবে তা এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, ‘টাইগার’ টিমকে এখনো এক মাসের বেশি সময় এজন্য অপেক্ষা করতে হবে। তাই মুম্বাইয়ে অবস্থিত শুটিং সেটটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে সিনেমার শুটিংয়ের অনুমতি দেওয়া হলেও প্রযোজনা প্রতিষ্ঠান সতর্ক থাকতে চাইছে। ‘টাইগার থ্রি’ সিনেমায় ক্রু সংখ্যা তিনশ’র মতো। নির্মাতারা চাইছেন কাজ শুরুর আগে সবাইকে করোনার টিকা দিতে। সেটের তদারকি করার খরচ অনেক বেশি। এর চেয়ে সেট ভেঙে ফেলাটাই শ্রেয় মনে করছেন তারা।
এছাড়া শুধুমাত্র টিকা নিয়েছেন এমন ব্যক্তিরা ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণের অনুমতি পাবেন। এর মধ্যে কিছু দেশে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং হবে। আগস্টের পরে শুটিংয়ের তারিখ নির্ধারণ করবেন নির্মাতারা।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। এই ফ্র্যাঞ্চাইজিটির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে থাকছে নতুন মুখ। এটি পরিচালনা করবেন মনীশ শর্মা।
‘টাইগার থ্রি’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। ইতোমধ্যে গত মার্চে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই জুটি। এরপর করোনায় আক্রান্ত হন ক্যাটরিনা। পরবর্তী সময়ে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে যায়।