সিনোফার্মের টিকা উৎপাদন বছরে ১০০ কোটি ডোজ বাড়ছে সিনোফার্মের টিকা উৎপাদন বছরে ১০০ কোটি ডোজ বাড়ছে – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সিনোফার্মের টিকা উৎপাদন বছরে ১০০ কোটি ডোজ বাড়ছে

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২১৬ পাঠক

চীনের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম। প্রতিষ্ঠানটির উহানভিত্তিক সহযোগী উহান ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রডাক্টস (ডব্লিউআইবিপি) নতুন কারখানা চালু করতে যাচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানটি বছরে অতিরিক্ত ১০০ কোটি ডোজ কভিড-১৯-এর টিকা উৎপাদন সক্ষমতা অর্জন করবে। তবে ঠিক কবে নাগাদ এ কারখানা পুরোদমে উৎপাদনে যাবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। খবর রয়টার্স।

চীনের রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান সিনোফার্ম এ ঘোষণার মাধ্যমে তাদের বার্ষিক ৩০০ কোটি ডোজ কভিড-১৯ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রার দিকে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিনোফার্মের আরেক সহযোগী প্রতিষ্ঠান দ্য বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রডাক্টস (বিআইবিপি)। তারাও নিজেদের কারখানায় বার্ষিক ১০০ কোটি ডোজ কভিড-১৯ টিকা উৎপাদনের সক্ষমতার কথা জানায়। বিআইবিপির উৎপাদিত টিকাও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।

জনসাধারণের ব্যবহারের জন্য চীন এখন পর্যন্ত স্থানীয়ভাবে উৎপাদিত চারটি টিকা অনুমোদন দিয়েছে। তা হলো সিনোফার্মের দুই সহযোগী প্রতিষ্ঠান ডব্লিউআইবিপি ও বিআইবিপি, সিনোভ্যাক বায়োটেক ও ক্যানসিনো বায়োলোজিসের তৈরি কভিড-১৯ টিকা।

এছাড়া দেশটি আরো তিনটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়ে রেখেছে। এর মধ্যে দুইটি টিকা জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD