বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কাতারের দোহায় আমিরুদ্দিন শরিফীর গোলে আফগানিস্তান এগিয়ে গেলেও তপু বর্মণের গোলে সমতা ফেরায় বাংলাদেশ। বিশ্ব ফুটবলে ১৪৯ নাম্বারে অবস্থান করছে আফগানিস্তান আর বাংলাদেশের অবস্থান ১৮৪। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখনো ‘ই’ গ্রুপের তলানীতেই রয়েছেন জামাল ভূঁইয়ারা।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে আমিরুদ্দিন শরিফীর গোলে এগিয়ে যায় আফগানিস্তান। ৮৪তম মিনিটে তপু বর্মণের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। মোহাম্মদ রাফির ব্যাক হেড বুক দিয়ে নামিয়ে দারুণ এক প্লেসিং শটে বল জালে জড়ান সেন্টারব্যাক তপু।
প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলতে নেমেছিলেন তারিক কাজী। ফিনল্যান্ডে জন্ম নেয়া এই ডিফেন্ডার নিজ সামর্থ্যের প্রমাণও দিয়েছেন এদিন। নজর কাড়া পারফরম্যান্স করেছেন মাঠে।
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ৪ হার বাংলাদেশের। ভারতের বিপক্ষে ড্রয়ের পর আফগানদের রুখে দিয়ে দ্বিতীয় পয়েন্টের দেখা পেল লাল-সবুজরা।