রাফিয়াথ রশীদ মিথিলা। চলচ্চিত্রের পাশাপাশি নাটক-টেলিফিল্মেও কাজ করছেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে একটি একক নাটকে দেখা যাবে তাকে। পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বিয়িং ওম্যান’ নাটকের কাহিনি। মুনতাহা বৃত্তা রচিত এ নাটক পরিচালনা করেছেন হাসান রেজাউল।
এ নির্মাতা বলেন, ‘গল্পটা ক্লাসিক্যাল। যা মধ্যবিত্ত সংসারে প্রায়ই দেখা যায়। একজন নারী সংসার ও পেশার চাহিদা কীভাবে পূরণ করে চলেন—তাই উঠে আসবে। মিথিলাকে সেই নারীর চরিত্রে দেখা যাবে।’
এ নাটকের গল্পে মিথিলা একজন কর্মজীবী নারী। তার সংসার আলো করে আসবে সন্তানও। শেষ পর্যন্ত একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প দেখতে পাবেন দর্শকরা। এতে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।
গত সপ্তাহে নগরীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় আরটিভিতে প্রচার হবে নাটকটি