কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য খাতে অর্থের কোনও সমস্যা নেই। পর্যাপ্ত অর্থ রয়েছে এই খাতে। শুক্রবার (৪ জুন) বিকেলে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি সকালে বিভিন্ন পত্রিকা পড়ে দেখেছি অনেকেই লিখেছেন করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতে বাজেট কম রাখা হয়েছে। আমি বলবো এটা ভুল। স্বাস্থ্য খাতে অর্থের কোনও অভাব নেই। প্রধানমন্ত্রী বলেছেন, করোনা মোকাবিলায় এই খাতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সব মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে করোনা রোধে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, নির্দেশনা দেয়া আছে করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে এগিয়ে নিতে অন্যান্য মন্ত্রণালয়কে এগিয়ে যেতে হবে। আমাদের অন্যান্য মন্ত্রণালয় থেকে দরকার হলে টাকা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়া হবে করোনা মোকাবিলায়। তাই অর্থের সমস্যা হবে না।