লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় মাজহারুল ইসলাম হৃদয় (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) বিকেলে রামগতি-লক্ষ্মীপুর সড়কের ফোরকানিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলেল ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর পৌর বিএনপর দফরত সম্পাদক বাহার উদ্দিনের ছেলে। তিনি ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, হৃদয়সহ দুইজন মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌাঁছালে একটি যাত্রীবাহী লেগুনা পিছন থেকে মোটরসাইকলকে ধাক্কা দেয়। এতে হৃদয় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, লেগুনাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।