সাতক্ষীরা সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭ সাতক্ষীরা সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সাতক্ষীরা সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৬ জুন, ২০২১
  • ২২৫ পাঠক

করোনা সংক্রমণ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তজুড়ে চলছে বিজিবির কঠোর নজরদারি। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সাতক্ষীরার চারটি সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় এক মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, তলুইগাছা, কুশখালী ও কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মানব পাচারকারী হাসানুর রহমান, নারায়ণগঞ্জ জেলার সাতগ্রামের সোনিয়া আক্তার, শরীয়তপুর জেলার চরগাজীপুর গ্রামের জেসমিন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিরাজপুর গ্রামের আলীম গাজী, যশোর জেলার কেশবপুর উপজেলার সিকারপুর গ্রামের আসাদ সরদার, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের আলম হোসেন ও সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের রবিউল ইসলাম।

এ নিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে অবৈধ পথে দেশে ফিরে আসা দুই মানব পাচারকারীসহ ৩৩ নাগরিককে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, আটকদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা, কুশখালী ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। ১৪ দিন পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে থানায় পাঠানো হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD