সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৪২০ সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৪২০ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
সোমবার, ২০ মে ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ৪২০

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৬ জুন, ২০২১
  • ১৮৫ পাঠক

ঈদুল ফিতরের পর থেকে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। একইসঙ্গে বাড়ছে মৃত্যুও। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫৮ জন। আর সুস্থ হয়েছেন ৬৮ জন।

রবিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারে ১২ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ১৮১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৫২৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে গত একদিনে সুস্থ হওয়া ৬৮ জনের মধ্যে ৬৪ জন সিলেটের। বাকি ৪ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৪৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৪৯৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪১ জন সুস্থ হয়েছেন।

আর একদিনে করোনায় আরও ৩ জনের মৃত্য হয়েছে। সবমিলিয়ে বিভাগটিতে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ৪২০ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৪২ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD