‘স্বাস্থ্যবিধির কথা বলে জনগণের আন্দোলন বন্ধ রেখেছে সরকার’ ‘স্বাস্থ্যবিধির কথা বলে জনগণের আন্দোলন বন্ধ রেখেছে সরকার’ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

‘স্বাস্থ্যবিধির কথা বলে জনগণের আন্দোলন বন্ধ রেখেছে সরকার’

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৮৩ পাঠক

স্বাস্থ্যবিধির কথা বলে জনগণের আন্দোলন সরকার বন্ধ রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘কোভিড শেখ হাসিনাকে আশীর্বাদ দিচ্ছে। এই কোভিড দেখাইয়া তারা নানা অপকর্ম করছে। জনগণকে হয়রানি করছে। আজকে স্বাস্থ্যবিধির কথা বলে জনগণের আন্দোলন, প্রোগ্রাম, মিটিং-মিছিল সব কিছু বন্ধ রেখেছে।’

রোববার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সভায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘আপনাদের ভাববার কোনো কারণ নেই যে, করোনার স্বাস্থ্য ঝুঁকি থেকে জনগণকে বাঁচানোর জন্য সরকার এই লকডাউন দিচ্ছে, এই বিধিনিষেধ দিচ্ছে। লকডাউন দিচ্ছে, সব কিছু তো চলছে, কোনো কিছু তো বন্ধ নেই, সব কিছু খোলা।’

গয়েশ্বর বলেন, ‘পাকিস্তান আমলে এই প্রেস ক্লাবে আইয়ুব (আইয়ুব খান) কারফিউ জারি করেছিল। তখন একটা কুকুর রাস্তা পার হইতেছিল। প্রেস ক্লাব থেকে একজন ফটোগ্রাফার সেই ছবি তুলেছিলেন। পরের দিন পত্রিকায় সেই ছবি ছাপা হয়েছিল। যার ক্যাপশন ছিল-আইয়ুব তোমার কারফিউ কুত্তায়ও মানে না। সেই কারণে প্রেস ক্লাবে সেদিন হামলাও হয়নি, ওই সাংবাদিকের জেলও হয় নাই।’

তিনি বলেন, ‘অর্থাৎ ওই স্বৈরাচারী সরকার, সামরিক সরকার তার মধ্যে যে মূল্যবোধ ছিল, আর আজকে যে সো-কল্ড গণতন্ত্রের স্বৈরাচার সরকারের সেই মানবিক মূল্যবোধ, মানবিক গুণাবলী নাই। ওরা এক ধরনের মানসিক বিকলাঙ্গ, যাকে বলা হয় ভেরিমাচ ভিনডেকটিভ।’

আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ মুক্তিযোদ্ধা দলের নেতারা।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD