ফেনীতে রফতানির জন্য প্রস্তুত গার্মেন্ট সামগ্রী কাভার্ড ভ্যান থেকে চুরি করে বিক্রির করার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (০৭ জুন) বিকেলে উত্তর চাড়িপুরের দেওয়ানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চুরি করা মালামালসহ তাদেরকে আটক করে। র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুরের লিবার্টি নিটের এসব মালামাল ট্রাক মালিক ও ড্রাইভারের সহায়তায় ফেনীর একটি ওয়্যারহাউজ মালিক সিন্ডিকেটের কাছে গোপনে নামিয়ে প্রতিটি বক্স থেকে মাল কমিয়ে চুরি করে বিক্রি করা হচ্ছিলো। এ বিষয়ে কাপড়ের মালিক বাদী হয়ে মামলা করবেন।
আটকৃ হওয়া ব্যক্তিরা হলেন- মো. আনোয়ার হোসেন আজাদ (৪২), মো. জাহাঙ্গীর আলম স্বপন (৪০), মো. হানিফ (২৮) এবং মো. মহসিন (১৮)। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।