ছোটপর্দার অভিনেত্রী দীপা খন্দকার। আবারও সিনেমায় নিয়মিত হচ্ছেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছেন এই তারকা। নতুন এ সিনেমার নাম ‘রিভেঞ্জ’। এটি পরিচালনা করছেন মো. ইকবাল। যেখানে দীপা অভিনয় করবেন একজন মায়ের ভূমিকায়। ১২ জুন থেকে সিনেমাটির দৃশ্যধারণে অংশ নেবেন তিনি।
এ বিষয়ে দীপা খন্দকার গণমাধ্যমকে বলেন, ‘সিনেমার গল্পটি অসাধারণ। চরিত্রটিও আমার পছন্দ হয়েছে। আশা করছি ভালো কিছু হবে।’
দীপা খন্দকার ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করবেন- শবনম বুবলী, জিয়াউল রোশান, মিশা সওদাগর ও সীমান্তসহ অনেকে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ‘পায়ের ছাপ’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন দীপা খন্দকার। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। এতে তাকে দেখা যাবে একজন দুঃখিনী মায়ের চরিত্রে। এছাড়া তিনি ‘গুলশান এভিনিউর নতুন সিরিজ ২’ ও ‘বাকের খনি’ নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছেন।
অপরদিকে পাঁচ বছর পর আবারও উপস্থাপনায় ফিরেছেন জনপ্রিয় এই টেলি তারকা। একটি বেসরকারি টিভির ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন অভিনেত্রী।