টাঙ্গাইলে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা টাঙ্গাইলে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

টাঙ্গাইলে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ৯ জুন, ২০২১
  • ২০৩ পাঠক
টাঙ্গাইলে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫০ জন করোনা আক্রান্তের শনাক্ত হয়েছে। আরও একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়।

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে, গত ২৪ ঘন্টায় ১৫৮টি নমুনা পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৯ জন, নাগরপুরে ১ জন, দেলদুয়ারে ১ জন, সখীপুরে ৩নজন, মির্জাপুরে ৭, কালিহাতীতে ১৫ জন ও ধনবাড়ীতে ৪ জন নিয়ে মোট ৫০ জন করোনায় আক্রান্ত।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২৩৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৮৯ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৩১৮ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২২৭ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬০ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিউ বেডে ৩ জন ও জেনারেল বেডে ১২ জন নিয়ে মোট ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD