ভারতে ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ ভারতে ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ভারতে ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২২৭ পাঠক
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ফের সামান্য বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে এক দিনে নতুন শনাক্ত করোনা রোগীর সংখ্যাও।

দেশটির আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা মহামারিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২১৯ জন।নতুন করে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন মানুষ। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে ৬ হাজারের বেশি।
প্রায় ২ মাস পর মঙ্গলবার ভারতে দৈনিক সংক্রমণ নেমেছিল ৯০ হাজারের নীচে।বুধবার তা ফের ৯০ হাজার ছাড়াল।এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ কোটি ৯০ লক্ষ।গত দু’দিন ধরে আক্রান্ত ১ লক্ষের নীচে থাকলেও দৈনিক মৃত্যু ২ হাজারের উপরেই থাকছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় মোট মৃত্যু হল ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জন। মোট মৃতের সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পরই রয়েছে ভারত।
দৈনিক আক্রান্ত থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমে সেই সংখ্যা নেমে এসেছে ১২ লাখের ঘরে। দেশটিতে বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১২ লাখ ৩১ হাজার ৪১৫ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ৮ তারিখ পর্যন্ত ভারতে ৩৭ কোটি ১ লাখ ৯৩ হাজার ৫৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৯৬৭ জনের।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD