রাজধানীর মুগদায় আলহেরা জামে মসজিদের চার তলার ছাদ থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর দুইটায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতের নাম, আল-আমিন (২০)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বালিয়াহাটি গ্রামের খোকন মিয়ার ছেলে।
বর্তমানে মুগদা মান্ডার ৫৬৪নং ফারুক ভিলায় তারা ভাড়া থাকেন।
মৃতের বাবা খোকন মিয়া জানান, জুমার নামাজ পড়তে আলহেরা মসজিদে যায় আল আমিন। নামাজ শেষে তার সঙ্গে থাকা কয়েকজন মিলে মসজিদের চার তলার ছাদে যায়। পরে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তার ছেলে।
তিনি জানান, পরে ওই মসজিদের ইমাম জুনায়েদসহ কয়েকজন তার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।