সোনু অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন ১৬টি রাজ্যে সোনু অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন ১৬টি রাজ্যে – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সোনু অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন ১৬টি রাজ্যে

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১৭২ পাঠক
কোভিডে আক্রান্তদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন অভিনেতা সোনু সুদ। আর এবার দেশে কমপক্ষে ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবেন সোনু। এ কথা ঘোষণা করলেন সোনু। তিনি জানান, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও কুর্নুলে জোরকদমে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান অভিনেতা।

ভারতীয় সংবাদসংস্থা IANS কে সোনু জানিয়েছেন, ‘প্রায় সব রাজ্যেই অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চালাচ্ছি। অন্ততপক্ষে ১৫০ থেকে ২০০ বেড রয়েছে এমন হাসপাতালগুলোর নিকটেই অক্সিজেন প্ল্যান্টগুলো স্থাপনের চেষ্টা করা হচ্ছে। যাতে করে হাসপাতালগুলোকে আর অক্সিজেন সঙ্কটের মুখে পড়তে না হয়।’
সোনু আরো বলেন,’বর্তমানে প্রায় ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর পরিষেবা দিচ্ছে। কিন্তু অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে তা স্থায়ীভাবে সমস্য়ার সমাধান করবে। এমনকী অতিমারি শেষ হয়ে গেলেও অক্সিজেন প্ল্যান্টের সুবিধা মিলবে।’ অতিমারির শুরু থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। এখনো নিরলসভাবে কাজ করে চলেছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD