রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২০২ পাঠক
রাজধানীর বনানীতে পিকআপভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল জলিল মোল্লা (৪০) নামের একজন নিহত হয়েছেন।

তিনি ওই পিকআপভ্যানের চালক ছিলেন। নিহত আব্দুল জলিল গাজীপুরের তমিজউদ্দিন মোল্লার ছেলে।
শনিবার (১২ জুন) রাত সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনানীর নেভি হেড কোয়ার্টারের সামনে একটি পিকআপভ্যানকে দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপচালকসহ পাঁচজন আহত হন। তাদের ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চালক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বনানী থানার উপ-পরিদর্শক এসআই মাহফুজ জানিয়েছেন, একটি মিনি পিকআপভ্যানে মহাখালী থেকে ১০/১২ জন শ্রমিক নিয়ে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় নেভি কোয়ার্টারের সামনে, পিকআপ ভ্যানটিকে পেছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার ধাক্কা দেয়।
তিনি আরো বলেন, আশপাশের লোকজন থেকে জানা গেছে পিকআপ ভ্যানটি উল্টে গিয়েছিলো। ঘটনাস্থলে গিয়ে পিকআপটি দাঁড়ানো অবস্থায় দেখা যায়।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পিকআপভ্যানে থাকা ৫ জন সামান্য আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD